ফটো গ্যালারি
সহকারি প্রধান শিক্ষক (শূন্য পদ)

সহকারি প্রধান শিক্ষক (শূন্য পদ)
Published On - 27 Jan, 2025নিয়োগ বিজ্ঞপ্তি সরকারি বিধি মোতাবেক বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের (মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক) জনবল কাঠামো ও এম.পি.ও নীতিমালা ২০২১এর সর্বশেষ পরিমার্জণ অনুযায়ী বিসিএসআইআর ল্যাবরেটরী উচ্চ বিদ্যালয়, মতিহার, রাজশাহীর জন্য নিম্নে বর্ণিত পদে নিয়োগ করা হবে। পদের নাম শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা ও বয়স গ্রেড ও বেতন স্কেল সহকারি প্রধান শিক্ষক (এমপিও শূন্য পদ) স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক/ সমমান ও বিএড ডিগ্রী/ সমমান । সমগ্র শিক্ষাজীবনে ০১ (এক) টির বেশি ৩য় বিভাগ/ শ্রেণি/ সমমান গ্রহণযোগ্য হবে না।
মাধ্যমিক/নিম্ন-মাধ্যমিক বিদ্যালয়ের/ এ নীতিমালার ১১.২৪ এ বর্ণিত ইনডেক্সধারী শিক্ষক হিসেবে এমপিওভুক্ত পদে সর্বমোট ১০ (দশ) বছরের শিক্ষকতায় অভিজ্ঞতা।
গ্রেড-৮
বেতন স্কেল- (২৩০০০-৫৫৪৭০/-) আগামী ১০/০২/২০২৫ খ্রি. তারিখ বিকাল ০৪.০০ ঘটিকার মধ্যে সোনালী ব্যাংক পিএলসি, মতিহার, রাজশাহী (হিসাব নং 4613634020963) বিসিএসআইআর ল্যাবরেটরী উচ্চ বিদ্যালয়, মতিহার, রাজশাহী এর অনুকুলে ২০০০/-(দুই হাজার) টাকার (অফেরত যোগ্য) পে -অর্ডার/ ব্যাংক ড্রাফট, পাসপোর্ট সাইজ রঙ্গিন ছবি ৪ কপি, শিক্ষকতা যোগ্যতার সকল সনদের সত্যায়িত ফটোকপি, জাতীয় পরিচয় পত্র, প্রথম এমপিও কপি, বিএড স্কেল এমপিও কপি টাইম স্কেল এমপিও কপি (যদি থাকে) ও সর্বশেষ এমপিও কপি, অভিজ্ঞতা সনদ পত্র ও প্রয়োজনীয় কাগজপত্রসহ প্রধান শিক্ষক বরাবরে আবেদন করতে হবে। মোঃ আব্দুল জলিল প্রধান শিক্ষক
সূত্রঃ দৈনিক সানশাইন পত্রিকা, তারিখঃ ২৭/০১/২০২৫খ্রি.